সুজন,
পঁচাত্তরটি সিঁড়ি ভেঙে আজ আমরা শৌর্যের পঁচাত্তরে। এই পঁচাত্তরের সুদীর্ঘ পথে পড়ে রয়েছে হারানো শৈশব, বহু অপ্রকাশিত গল্প, হাসি কান্নার স্মৃতি মেদুরতা। আজ সেই অধিত কাহিনির পাতা খুলে দেখার দিন।
আসুন, ২৩ শে জানুয়ারি ২০২০ ,সকাল ৯ টা " প্রাক্তনী পুনর্মিলন" অনুষ্ঠানে। শুনিয়ে যান পুরোনো বন্ধুত্বের কথা, কাটানো ছেলেবেলার স্মৃতি কথা।
বিনয়াবনত-
প্ল্যাটিনাম জুবিলি উৎসব কমিটি